How to Do A Professional Driving License from BRTA বিআরটিএ থেকে কিভাবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হয়

স্বাগতম,
 যে কোন ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনাকে প্রথমে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এখানে শুধুমাত্র পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর বিবরন দেয়া হল। যদিও শুধুমাত্র, অন্যান্যরা এটা দেখলে সহজেই সব কাজ করতে পারবেন।।
১. প্রথমেই আপনাকে শিক্ষানবিস ড্রইভিং লাইসেন্স এর জন্য আবেদন ফরম ডাউনলোড করার জন্য বিআরটিএ এর ওয়েব সাইটে (www.brta.gov.bd) যেতে হবে।         
হোম পেজ
 

২. এখানে থেকে নিচের চিত্র অনুযায়ী আপনাকে চিহ্নিত স্থানে মাউস আনুন, মাউস আনার পর সেখান থেকে ড্রপ ডাউন মেনু আসবে

৩. ড্রপডাউন মেনু থেকে  ড্রাইভিং লাইসেন্স এ ক্লিক করুন।
৪. ড্রাইভিং লাইসেন্স এ ক্লিক করার পর নিচের মত একটা পেজ আসবে, সেখান থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য নির্ধারিত জায়গায় ক্লিক করুন ফরম ডাউনলোড করার জন্য
এখান থেকে শিক্ষানবিশ আর পেশাদার ড্রাইভিং লাইসন্সে ফরম ডাউনলোড করবেন
 
৫. ফাইলটি অটো ডাউনলোড হতে পারে বা নিচের মত করে অপেন হতে পারে, নিচের মত  অপেন হলে নির্দেশিত স্থানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
৬. ডাউনলোড কোথায় করবেন তা নির্দেশ করার জন্য নিচের মত একটা নতুন উইন্ডোজ অপেন হবে, সেখানে  সেভ করলেই আপনার কাজ শেষ।
ফরম তো ডাউনলোড করলেন এখন কিভাবে পূরণ করবেন তা ভিডিও টিউটোরিয়ালে দেয়া হল।
ইউটিউবে সরাসারি দেখতে
 

3 thoughts on “How to Do A Professional Driving License from BRTA বিআরটিএ থেকে কিভাবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হয়”

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।