Name Correction Dhaka Education Board
Dhaka Education Board এ JSC, SSC এবং HSC এর (Name Correction or age) নাম বা বয়স সংশোধনের জন্য আগের মত ধাপ অনুসরণ করা হয় না। এখন খুব সহজেই সব হয়। চলুন ধাপে ধাপে সবগুলো ধাপের বিস্তারিত আলোচনা করা যাক।
১। নাম সংশোধনের জন্য প্রথমেই ঠিক করে নিন কি নাম হবে কারণ একবার সংশোধন করা হলে দ্বিতীয়বার সংশোধন করা বেশ ঝামেলার।
২। নাম সংশোধনের জন্য PSC সার্টিফিকেট দেখাতে হবে। তাই এটি আগে ঠিক করতে হবে। পিএসসি সার্টিফিকেটের নাম সংশোধনের প্রকৃয়া নিচে দেখুন।
৩। এটি হলে আপনি চলে আসুন আপনি যে স্কুলে পড়েছেন সেখানে, যদি একাই যেতে পারেন স্কুলে ভাল, তবে সাথে অভিবাবকদের কাউকে নিয়ে গেলে ভালো হয়।
৪। স্কুলে আসার আগে যে সব নাম পরিবর্তন করবেন তার সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে আসবেন। মানে পিতার নাম পরিবর্তন বা সংশোধনের জন্য পিতার আইডি কার্ড/সাটিফিকেট/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এবন কি কি ডকুমেন্ট লাগবে তা স্কুলে গিয়ে আবেদন করতে গেলে আরো ভালো জানবেন।
৫। এবার স্কুলে গিয়ে দপ্তরীর সাথে যোগাযোগ করে জেনে নিন কে আবেদন করে দিবে। তারা তাদের কাজ করে দিয়ে একটি সোনালী সেবার ফরম দিবে সেটা যে কোন সোনালী ব্যাংকে জমা দিতে হবে। আপনার মোবাইলে বা আপনার অভিববকের মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে সেটি আসলে আপনার আবেদন আপাতত শেষ।
এখন আপনি অপেক্ষা ছাড়া আর কিছুই করতে পারবেন না। তবে আবেদন করেছেন তার হাল কি তা তো দেখতে হবে। চলুন পরবর্তি ধাপে।
৬। সর্বশেষ অবস্থা জানার জন্য এই লিংকে যান https://efile.dhakaeducationboard.gov.bd/index.php/name/lastupdate গিয়ে এস.এম.এস এ আসা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। দেখুন কি কি লেখা আছে পুরো পেজে। এখানে আপনি কি কি ডকুমেন্ট এ্যড করেছেন এবং কোন ডকুমেন্ট এ্যড করতে হবে কি না তা বলা থাকবে। যদি কোন ডকুমেন্ট এ্যাড করতে না বলা থাকে তবে শুধুই অপেক্ষা। আর একদিন দেখবেন আপনার মোবাইলে আসবে নাম সংশোধন সফল হয়েছে কি/না। (নামে পুরোপুরি পরিবর্তনের ক্ষেত্রে বোর্ড মিটিংএ আসতে হতে পারে সে ক্ষেত্রে অভিবাবক আসলে ভালো।
নাম পরির্তন প্রকৃয়া পজেটিভ হলে.. পরবর্তি ধাপ, https://dhakaeducationboard.gov.bd/index.php/site/product/nameage এ লিংকে গিয়ে দেখুন আপনার নাম কত তম মিটিং এ আসছে, সেটার প্রিন্ট করে নিন। অতি প্রয়োজনীয়।
এখন আপনি যদি মিটিং এর কপি নিয়ে বোর্ডে যান তবে আপনাকে এডমিট,রেজিস্ট্রেশন কার্ড এবং সার্টিফিকেট সহ যেতে হবে এবং সেখানে তারা হাতে লিখে সংশোধন করে দিবে। তারপর ফ্রেস কপির জন্য আবার আবেদন করতে হবে। তাই এ ঝামেলা এড়াতে অনলাইনেই ফ্রেস সার্টিফিকেটের জন্য আবেদন করে নিন চলে যান ৭ নং ধাপে।
৭। এস.এম.এস আসলে আবার
https://efile.dhakaeducationboard.gov.bd/index.php/name/lastupdate
উপরের লিংকে যাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখবেন আবেদনের সর্বশেষে প্রিন্ট অর্ডার লেখা আছে কিনা যদি থাকে তবে সবার উপরে যান এবং কোন কোন ডকুমেন্ট লাগবে তা একটা একটা করে সিলেক্ট করুন। ফরম পূরণ হলে একটি একটি করে সোনালী ব্যাংকের পে স্লিপ আসবে সেগুলো পরিশোধ করুন। পরিশোধ করা হলে আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন পরিশোধিত আইকন। আর প্রকৃয়া শেষ হলে মোবাইলে ম্যাসেজ আসবে।
৮। এবার বোর্ডে যাবার পালা, বোর্ডে যাবার সময় অবশ্যই মিটিং এর কপি,অন্যান্য ডকুমেন্ট উত্তলনের পেইড কপি, প্রবেশপত্র, নম্বারপত্র, রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট এর মূল কপ নিয়ে যাবেন। তারা মূল কপি রেখে নতুন ঝকঝকে তকতকে পেপারস্ আপনাকে বুঝিয়ে দিবে।
ভাই আমি আপব্নার ভিডিও গুলো দেখে খুবই উপকৃত হয়েছি।আপনি দয়া করে আমাকে আরো পরামর্শ দিবেন
এখন খুবই সহজ হয়েগেছে, নাম সংশোধন আবেদন আপনি আপনার স্কুল থেকেই করতে পারবেন।
কি ভাবে?
Vai…… HSC certificate age correction kora jabe…..
Dhaka board
SSC পাশের দুই বছরের ভিতর আবেদন করতে হয়। তার পরে আবেদন করলে এপ্রুভ হতে অনেক সময় নেয়।
ভাইয়া আমার নাম কোনো মিটিংয়ে দেখাচ্ছে না।
আমার তারিখের সাথে মিলিয়ে কোনো মিটিংও নেই।
কিন্তু আমাকে দেয়া হয়েছে যে আমার নামের সংশোধনের মিটিং এ তারিখ হয়েছে।
কত তারিখের মিটিং উল্লেখ করা আছে?
Amar pray 1.5 years hoye gese. ekhono kono msg ashe ni.. password r id diye log in korle prokriyadhin dekhay. ami ei obostay ki korte pari?
বোর্ডে আসুন।
MOIRA JAN APNI
Amar birth certificate a age vul thakay psc, jsc and ssc 3tatei vul hoyeche. Akhon Ami ogulo thik korte chai. Ki korte hobe?
By mistake, all of my certificate of PSC to SSC certificate has my mother’s nickname on them. But my mother’s national ID card Doesn’t have any nickname. How can I change that?
Apply online for jsc ssc and hsc and first apply for correction psc
How? Any link?
প্রায় ৬ মাস হয়ে গেছে এখন ও হয় নাই। ভাই খুব টেনশন হচছে। আপডেট এ লগিং করতে করতে মনে হচছে চোখে কম দেখতে পাচছি।।
সময় বেশি নিলে বোর্ডে এসে অভ্যর্থনা বিভাগে যোগাযোগ করুন।
আসসালামু আলাইকুম স্যার
আমার jsc,ssc ,certificate এ আমার মা এর নামঃMst. Rashida khatun rana আর আমার মা এর nid card এ নামঃ Mst.Rashida khatun দেওয়া। এখন আবার আমার ছোট ভাই এর jsc রেজিষ্ট্রেশন এ আমার মা এর নামঃRashida আসছে এখন আমি কি করব বুঝতে পারছি না 😢 স্যার আমাকে যদি পরামর্শ দিয়ে সাহায্য করতেন তাহলে অনেক উপকৃত হতাম 😓
স্যার দয়া করে আমাকে কিছু পরামর্শ দিবেন 😢😢
আপনি আপনার JSC, SSC এর নাম সংশোধন করুন। অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। আমার সহায়তা নিতে মেইল করুন। সবচেয়ে ভাল হয় আপনি নিজেই আবেদন করলে। আপনার সার্টিফিকেট সংশোধনের জন্য আপনার মায়ের আইডি কার্ড+জন্মনিবন্ধন প্রমাণ পত্র হিসেবে জমা দিবেন। আপনারটা হয়ে গেলে আপনি আপনার ছোট ভাইয়ের সমস্যাটা সমাধান করতে পারবেন।
ami PSC exam dei nai, amar somoy chilo na. But amr JSC, SSC, HSC certificate e mother’s name vul. Akhon amar jonno ki process kindly bolten
অনলাইনে আবেদন করুন।
আমি নাম সংশোধক এর আবেদন করেছি, এখন এস,এম,এস এসেছে।
তারপর আমি সব দেখে apply document এ যাওয়ার পর আবেদনের বিষয় কী দিব?
জেনে নিন নতুন নিয়মে ঢাকা বোর্ডে কিভাবে নাম সংশোধন করবেন আপনার সনদের(certificate) জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার???? তা নিচে বলা হলো ( ছোট করে)
কোন পত্রিকায় বিজ্ঞাপন, এফিডেবিট লাগবে না ইন শা আল্লাহ।
(১) বাসায় বসেই করতে পারবেন অনলাইনে আবেদন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ( স্কুল এ যাওয়া লাগবে না)।
স্কুল,কলেজ ভিন্ন হলেও ১ ফর্মে আবেদন করতে পারবেন ইন শা আল্লাহ।
আপনার নাম পরিবর্তনের জন্য আপনার জন্ম সনদ (Birth Certificate) লাগবে।
বাবা,মায়ের নাম পরিবর্তনের জন্য তাদের জাতীয় পরিচয়পএ (Nid card) + যেকোন পরীক্ষার পাসের সনদ (যদি থাকে) লাগবে।
ফি(cost) – 500 টাকা ( যেকোনো পরীক্ষার জন্য) । আপনার ৩টা পরীক্ষা হলে 1500 টাকা।
ছবি লাগবে ১ কপি ( নতুন ছবি)।
(২) এবার ওয়েবসাইটে এই লেখাটা আসবে “Your application is awaiting for approval at the Institute. Please contact with Institute or wait”…… এখন স্কুলের সাথে যোগাযোগ করতে হবে। এই বিষটা নিয়ে একটু সচেতন থাকবেন।খুব দ্রুত স্কুলের সাথে যোগাযোগ করবেন। স্কুল তাদের EIIN number ও password ব্যবহার করে আপনার আবেদন অনুমোদন(Approve) করবে।
আর টাকা ” সোনালি স্লিপ ” মাধ্যমে দিতে হবে। সেই টাকা ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং যেকোনো একভাবে দিবেন। মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) দিয়ে সহজে দিতে পারবেন ইন শা আল্লাহ।
টাকা জমা দেয়ার পর ১টা মেসেজ আসবে যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন ওই নাম্বারে । id number & password থাকবে ওই মেসেজ এ, যেটা ব্যবহার করে ওয়েবসাইটে ঢুকে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
“Last update ” নামে একটা ঘর পাবেন আবেদন ফ্রম এ ” প্রক্রিয়াধীন” লেখা থাকবে। “print order” নামটা খুজে পেলে এটার পাশে আপনার কাজ শেষ ( এটার জন্য অপেক্ষা করা লাগবে)।
এবার অপেক্ষা করার পালা!!!!!!!!!!!!!
(৩) বোর্ড থেকে মেসেজ আসবে।
আপনাকে বোর্ড মিটিং এর জন্য ডাকবে ( বেশি পরিবর্তন করে থাকেন তাহলে হয়তোবা)। আর তা নাহলে মিটিং এর জন্য ঢাকবে না। এবার “ফ্রেশ কপি” জন্য আবেদন করবেন।
সার্টিফিকেট জন্য আবেদন করবেন (৩টি পরীক্ষা হলে ৩টা আবেদন)
নম্বর পএ জন্য (৩টি আবেদন)
এডমিট কার্ডের জন্য (৩টি আবেদন)
রেজিষ্ট্রেশন জন্য (৩টি আবেদন)
রেজিষ্ট্রেশন জন্য ২০০ টাকা ( সম্ভবত) (প্রতি পরীক্ষার জন্য)
এডমিট কার্ড, সার্টিফিকেট, নম্বর পএ ( প্রতিটার জন্য ৫০০ টাকা( সম্ভবত) প্রতি পরীক্ষার জন্য)
এবার প্রতিটার জন্য মেসেজ আসবে। ৩টা পরীক্ষা হলে ৯টা মেসেজ আসবে ( রেজিষ্ট্রেশনের জন্য মেসেজ আসবে না)।
সব মেসেজ আসলে বোর্ড এ গেয়ে পুরাতন কাগজপত্র জমা দিয়ে নতুন কাগজপত্র নিয়ে নিবেন।
আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবেন ইন শা আল্লাহ।
বিঃদ্রঃ কোন তথ্য ভুল দিয়ে থাকলে, আমাকে জানাবেন। ভালোভাবে হয়তো গুছিয়ে লিখতে পারি নি, এজন্য দুঃখিত।
Copy
amr ssc hsc 2ta chirtificate e vul akn cng krte parbo??
যে কোন সময় চেঞ্জ করতে পারবেন।
জেনে নিন নতুন নিয়মে ঢাকা বোর্ডে কিভাবে নাম সংশোধন করবেন আপনার সনদের(certificate) জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার???? তা নিচে বলা হলো ( ছোট করে)
কোন পত্রিকায় বিজ্ঞাপন, এফিডেবিট লাগবে না ইন শা আল্লাহ।
(১) বাসায় বসেই করতে পারবেন অনলাইনে আবেদন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ( স্কুল এ যাওয়া লাগবে না)।
স্কুল,কলেজ ভিন্ন হলেও ১ ফর্মে আবেদন করতে পারবেন ইন শা আল্লাহ।
আপনার নাম পরিবর্তনের জন্য আপনার জন্ম সনদ (Birth Certificate) লাগবে।
বাবা,মায়ের নাম পরিবর্তনের জন্য তাদের জাতীয় পরিচয়পএ (Nid card) + যেকোন পরীক্ষার পাসের সনদ (যদি থাকে) লাগবে।
ফি(cost) – 500 টাকা ( যেকোনো পরীক্ষার জন্য) । আপনার ৩টা পরীক্ষা হলে 1500 টাকা।
ছবি লাগবে ১ কপি ( নতুন ছবি)।
(২) এবার ওয়েবসাইটে এই লেখাটা আসবে “Your application is awaiting for approval at the Institute. Please contact with Institute or wait”…… এখন স্কুলের সাথে যোগাযোগ করতে হবে। এই বিষটা নিয়ে একটু সচেতন থাকবেন।খুব দ্রুত স্কুলের সাথে যোগাযোগ করবেন। স্কুল তাদের EIIN number ও password ব্যবহার করে আপনার আবেদন অনুমোদন(Approve) করবে।
আর টাকা ” সোনালি স্লিপ ” মাধ্যমে দিতে হবে। সেই টাকা ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং যেকোনো একভাবে দিবেন। মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) দিয়ে সহজে দিতে পারবেন ইন শা আল্লাহ।
টাকা জমা দেয়ার পর ১টা মেসেজ আসবে যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন ওই নাম্বারে । id number & password থাকবে ওই মেসেজ এ, যেটা ব্যবহার করে ওয়েবসাইটে ঢুকে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
“Last update ” নামে একটা ঘর পাবেন আবেদন ফ্রম এ ” প্রক্রিয়াধীন” লেখা থাকবে। “print order” নামটা খুজে পেলে এটার পাশে আপনার কাজ শেষ ( এটার জন্য অপেক্ষা করা লাগবে)।
এবার অপেক্ষা করার পালা!!!!!!!!!!!!!
(৩) বোর্ড থেকে মেসেজ আসবে।
আপনাকে বোর্ড মিটিং এর জন্য ডাকবে ( বেশি পরিবর্তন করে থাকেন তাহলে হয়তোবা)। আর তা নাহলে মিটিং এর জন্য ঢাকবে না। এবার “ফ্রেশ কপি” জন্য আবেদন করবেন।
সার্টিফিকেট জন্য আবেদন করবেন (৩টি পরীক্ষা হলে ৩টা আবেদন)
নম্বর পএ জন্য (৩টি আবেদন)
এডমিট কার্ডের জন্য (৩টি আবেদন)
রেজিষ্ট্রেশন জন্য (৩টি আবেদন)
রেজিষ্ট্রেশন জন্য ২০০ টাকা ( সম্ভবত) (প্রতি পরীক্ষার জন্য)
এডমিট কার্ড, সার্টিফিকেট, নম্বর পএ ( প্রতিটার জন্য ৫০০ টাকা( সম্ভবত) প্রতি পরীক্ষার জন্য)
এবার প্রতিটার জন্য মেসেজ আসবে। ৩টা পরীক্ষা হলে ৯টা মেসেজ আসবে ( রেজিষ্ট্রেশনের জন্য মেসেজ আসবে না)।
সব মেসেজ আসলে বোর্ড এ গেয়ে পুরাতন কাগজপত্র জমা দিয়ে নতুন কাগজপত্র নিয়ে নিবেন।
আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবেন ইন শা আল্লাহ।
বিঃদ্রঃ কোন তথ্য ভুল দিয়ে থাকলে, আমাকে জানাবেন। ভালোভাবে হয়তো গুছিয়ে লিখতে পারি নি, এজন্য দুঃখিত।
Ami apply korchi…amr r amr boner certificate …amr boner application a last update a প্রক্রিয়াধীন lekha ache…but amr ta te kno nai???
Amr r amr bon dui jn e certificate correction ar jonno apply korchi….amr bon ar form a last update a প্রক্রিয়াধীন lekha ache….but amr tai nai…ki korbo akhn??
আপনারটা মে বি এপ্রুভ হয়েছে।
আসসালামু আলাইকুম স্যার
আমার jsc,ssc ,certificate এ আমার মা এর নামঃMst. Rashida khatun rana আর আমার মা এর nid card এ নামঃ Mst.Rashida khatun দেওয়া। এখন আবার আমার ছোট ভাই এর jsc রেজিষ্ট্রেশন এ আমার মা এর নামঃRashida আসছে এখন আমি কি করব বুঝতে পারছি না 😢 স্যার আমাকে যদি পরামর্শ দিয়ে সাহায্য করতেন তাহলে অনেক উপকৃত হতাম 😓
স্যার দয়া করে আমাকে কিছু পরামর্শ দিবেন 😢😢
আপনি আপনার JSC, SSC এর নাম সংশোধন করুন। অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। আমার সহায়তা নিতে মেইল করুন। সবচেয়ে ভাল হয় আপনি নিজেই আবেদন করলে। আপনার সার্টিফিকেট সংশোধনের জন্য আপনার মায়ের আইডি কার্ড+জন্মনিবন্ধন প্রমাণ পত্র হিসেবে জমা দিবেন। আপনারটা হয়ে গেলে আপনি আপনার ছোট ভাইয়ের সমস্যাটা সমাধান করতে পারবেন।
Hi, my birth certificate is hand written one (not digital). Is it accepted as a proof for name change?
আসসালামু আলাইকুম স্যার
আমার jsc,ssc ,certificate এ আমার মা এর নামঃMst. Rashida khatun rana আর আমার মা এর nid card এ নামঃ Mst.Rashida khatun দেওয়া। এখন আবার আমার ছোট ভাই এর jsc রেজিষ্ট্রেশন এ আমার মা এর নামঃRashida আসছে এখন আমি কি করব বুঝতে পারছি না 😢 স্যার আমাকে যদি পরামর্শ দিয়ে সাহায্য করতেন তাহলে অনেক উপকৃত হতাম 😓
স্যার দয়া করে আমাকে কিছু পরামর্শ দিবেন 😢😢
আপনি আপনার JSC, SSC এর নাম সংশোধন করুন। অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। আমার সহায়তা নিতে মেইল করুন। সবচেয়ে ভাল হয় আপনি নিজেই আবেদন করলে। আপনার সার্টিফিকেট সংশোধনের জন্য আপনার মায়ের আইডি কার্ড+জন্মনিবন্ধন প্রমাণ পত্র হিসেবে জমা দিবেন। আপনারটা হয়ে গেলে আপনি আপনার ছোট ভাইয়ের সমস্যাটা সমাধান করতে পারবেন।
স্যার আমার ৩সাটিফিকেট সমস্যা ভুগতেছি মায়ের নাম ভুল স্যার ভালো একজন লোক পাইনা সাটিফিকেট সংশোধন করার জন্য এখন কি করবো সারাদিন
লোকের দরকার নাই, আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করুন। আবেদন প্রসেস না বুঝলে যোগাযোগ করুন।
What if i forgot my password.
নিচের লিংকে দেখুন।
https://efile.dhakaeducationboard.gov.bd/index.php/name/cpassword
msgacom অথবা ০১৭*********৩৭ জানতে চাই পিতার নাম সংশোধন আবেদন আপডেট দেখার পাসওয়ার্ড ভুলে গেলে বিকল্প করনীয় কি।
পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। আপনাকে মেইল করা হয়েছে।।
i want to change my PSC JSC SSC HSC certificate but I changed my board Barishal to Dhaka after my PSC exam in this case what can I do sir
I want to change my PSC JSC SSC HSC certificate but I changed my board to Barishal to Dhaka after my PSC exam in this case what can I do sir
What is your JSC, SSC, HSC Education Board?
Dhaka board
sinthiakhan180997@gmail.com
আমি ssc & hsc certificate e বাবা মায়ের নাম পরিবর্তন করার জন্য অনলাইনে আবেদন করেছি। সোনালী ব্যাংকে টাকা ও জমা দিয়েছে। স্কুলের সাথে যোগাযোগ করেছি কিন্তু তারা আবেদন অনুমোদন করেছে না।
আবেদন করার তিন সপ্তাহের ভিতর এপ্রুভ হবে।
JSC. SSC.HSC এই তথ্য গুলো বর্তমানে আছে,
MD REDOY IS………
F: MD BAJL………
M:MST NAS…….
CHANGE %কিন্তু আমার জন্ম সনদ ও পিতামাতা জাতীয় পরিচয় অনুযায়ী এই ভাবে সঠিক ভাবে লিপিবদ্ধ আছে ।
MD HRIDOY B…….
F: MD BAZLU …….
M: NASRIN …….
এখন আমি পরিবর্তন করে আমার জন্ম সনদ ও পিতামাতা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী করতে চাই । কিভাবে করতে হবে ???
ঢাকা বোর্ডের হলে অনলাইনে আবেদন করুন, আবেদনের প্রসেস জানতে কমেন্ট করুন। অন্য বোর্ডের হলে জানান।
Ami r amr bon dui jn apply korchi correction ar jonno…
Last update a or ta প্রক্রিয়াধীন lekha ache…amr ta te nai…kono prb hobe ki ate??
Amr r amr bon dui jn e certificate correction ar jonno apply korchi….amr bon ar form a last update a প্রক্রিয়াধীন lekha ache….but amr tai nai…ki korbo akhn??
Ami r amr bon dui jn apply korchi…same tarikh a..or aj k sms ashche approve krar…print order theke noton document tular option ashche…but amr ta to প্রক্রিয়াধীন lekha o ashe nai…kono sms o ashe nai…
Ki korbo akhn??
I am from cumilla board
I need link of cumilla board for sovle the wrong word of my
father’s name.
Current nm in my cerfi:NARAYAN CHANDRA MOJUMDER
In his NID:NARAYAN CHANDRA MAZUMDAR
Hi, my birth certificate is hand written one (not digital). Is it accepted as a proof for name change?
Assalamualaikum. Amr certificate a amr ammur nam ar shogjog ar jonno ame bas kisu din age apply korci..ajk amk board theka msg diyaca.. And document uttolonar abedon korte bolca..oi page a dhukar por amr j tottho gula daoa oigula to agar tai i mean ammur nam same e ase..tarpor aikane thik korar option e nai..to aita ame kivabe submit korbo..kindly aktu bolben… Plz
আপনার সংশোধিত সার্টিফিকেট নেবার সময় সংশোধিত নাম আসবে, চিন্তার কিছু নাই। এবং যদি নতুন প্রিন্ট করা সার্টিফিকেটে সংশোধিত নাম না আসে তখন সংশোধন হয়েছে সেটার ম্যাসেজ দেখাবেন, তারা সংগে সংগে ঠিক করে দিবে।
amr jsc r ssc te abbur namta vul thik krte kto tk lagbe dinajpur board a ekto emargancy plz
প্রতি পরিক্ষার জন্য ১০০০/- লাগবে। আপনার আবেদনের সাথে ২০০০/- সোনালী সেবার মাধ্যমে ফি প্রদান করে তার রশিদ যুক্ত করতে হবে। ফরমের লিংক নিচে দেয়া হল।
https://bdsomadhan.com/dinajpur-name-correction-form/
Can I have your phone number? You can send it to my email address.
dear thanks for your nice information about certificated name correction
dear thanks for your nice information about certificated name correction
ভাই সার্টিফিকেট উত্তোলন এর জন্য আবেদন করছি কিন্তু যে উজার আউডি পাইছি তা দিলে লগিন করতে পারতাছি না আপনার কাছে ঠিকানা থাকলে দিলে উপকৃত হবো । উপদেশ চাই
নিচে লিংক দেয়া হলো:
https://dhakaeducationboard.gov.bd/index.php/site/login