বনানীতে আগুন, দিলে ফাগুন!!

বনানীতে আগুন লাগার পর  সিটি কর্পোরেশন + রাজউক দৃশ্যমান কিছু দালান পরীক্ষা!! নিরীক্ষা!!!করে বিশাল আকারের ছোট দেখে  “এই বিল্ডিংটি অগ্নি ঝুকিপূর্ণ ” লিখে একটি স্টিকার আর তাদের মূল্যবান লোগে সেটে দিয়েছিলো। কয়েকটি দালান সে লজ্জার স্টিকার কয়েকদিন বহন করার পর লজ্জা ঢাকার জন্য  স্টিকার তুলে ফেলে, অবশ্য “কেউ দেখে না” এই অজুহাতে ভবন মালিকরা জানায় তারা নাকি  তুলে ফেলেছে । এতটুকু স্টিকার শুধু শুধু এত বড় দালানের সৌন্দর্য নষ্ট হয় করে বলে মনে হয়। কেউ বলে স্টিকার দেখে মনে হয় যেন “হারবালে বিজ্ঞাপন দিছে।” তাই সকলের সুবিধা আর মান সন্মানের কথা চিন্তা করে তুলে ফেলা হয়েছে। এতটুকু স্টিকার তুলতে কর্তৃপক্ষের! মহামূল্যবান সময় নষ্ট করার কোন মানেই হয়না বলে মনে করছেন সুশিল সমাজ।

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।