এবার নিশ্চিত যে আমি কোন পাপ করি নাই। কিভাবে বুঝলাম, কারন আমার কোন ব্যাংক একাউন্ট নাই, তার মানে ব্যাংকে টাকাও নাই। স্বভাবতই আমাকে আবগারি শুল্ক দিতে হবে না। ব্যাংকে টাকা রাখলেই পাপ হবে এবং এই পাপের সাজা আবগারি শুল্ক।
কোন কাজ বা উৎপাদন দ্বারা সমাজের ক্ষতি হলে সরকার গ্রাহকদের উক্ত পন্য ক্রয়ে নিরুৎসাহি করার জন্য আবগারি শুল্ক আরোপ করে। ‘চঞ্চল টাকা অঞ্চলে (আঁচলে) রেখো না’ মানে আপনার টাকা ব্যাংকে রাখলে অন্যের কাজে আসবে, এতে অর্থমন্ত্রী ক্ষতির কি দেখলেন যে আবগারি শুল্ক দিয়ে বসলেন!
কোন কাজ বা উৎপাদন দ্বারা সমাজের ক্ষতি হলে সরকার গ্রাহকদের উক্ত পন্য ক্রয়ে নিরুৎসাহি করার জন্য আবগারি শুল্ক আরোপ করে। ‘চঞ্চল টাকা অঞ্চলে (আঁচলে) রেখো না’ মানে আপনার টাকা ব্যাংকে রাখলে অন্যের কাজে আসবে, এতে অর্থমন্ত্রী ক্ষতির কি দেখলেন যে আবগারি শুল্ক দিয়ে বসলেন!