আদর্শলিপি বাংলা উচ্চারণ ও অনুশীলন শীট

আদর্শলিপি বাংলা উচ্চারণের জন্য আদর্শলিপিতে লিখিত বাংলা উচ্চারণগুলো নিচের চিত্রে দেয়া হলো। Download বাটনে ক্লিক করে দুটি ইমেজ ডাউনলোড করে নিন। A4 পেপারে প্রিন্টের উপযোগী করে আপলোড করা হয়েছে। কোন সমস্যা বা জানার জন্য কমেন্ট করুন।

আদর্শলিপি বাংলা উচ্চারণের জন্য

নিচে আদর্শলিপি হাতে লিখে উচ্চারণ অনুশীলনের জন্য ছক দেয়া হল। আপনার সন্তানের আদর্শলিপি উচ্চারণের পাশাপাশি যাতে করে হাতে লিখে অনুশীলন করতে পারে তার জন্য আদর্শলিপির হাতে লিখে প্রাকটিস করার জন্য ফাকা শীট দেয়া হল। ছবিতে দেয়া শীটে শুধু উচ্চারণ দেয়া আছে আপনার সোনামনিরা যাতে হাতে লিখে প্রকটিস করতে পারে তার জন্য আমার ক্ষুদ্র প্রয়াশ। ডাউনলোড/ বা নিচের দেয় টেবিল কপি করতে সমস্যা হলে জানাবেন। যে কোন কম্পিউটারের দোকান থেকে আমার দেয়া আদর্শলিপি এর শীট কপি করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

ি
কাকিকীকুকূকৃকেকৈকোকৌ
খাখিখীখুখূখৃখেখৈখোখৌ
গাগিগীগৃগেগৈগোগৌ
ঘাঘিঘীঘুঘূঘৃঘেঘৈঘোগৌ
চাচিচীচুচূচৃচেচৈচোচৌ
ছাছিছীছুছূছৃছেছৈছোছৌ
জাজিজীজুজূজৃজেজৈজোজৌ
ঝাঝিঝীঝুঝূঝৃঝেঝৈঝোঝৌ
টাটিটীটুটূটৃটেটৈটোটৌ
ঠাঠিঠীঠুঠূঠৃঠেঠৈঠোঠৌ
ডাডিডীডুডূডৃডেডৈডোডৌ
ঢাঢিঢীঢুঢূঢৃঢেঢৈঢোঢৌ
ণাণিণীণুণূণৃণেণৈণোণৌ
তাতিতীতুতূতৃতেতৈতোতৌ
থাথিথীথুথূথৃথেথৈথোথৌ
দাদিদীদুদূদৃদেদৈদোদৌ
ধাধিধীধুধূধৃধেধৈধোধৌ
নানিনীনুনূনৃনেনৈনোনৌ
পাপিপীপুপূপৃপেপৈপোপৌ
ফাফিফীফুফূফৃফেফৈফোফৌ
বাবিবীবুবূবৃবেবৈবোবৌ
ভাভিভীভুভূভৃভেভৈভোভৌ
মামিমীমুমূমৃমেমৈমোমৌ
যাযিযীযুযূযৃযেযৈযোযৌ
রারিরীযুযূযৃযেযৈযোযৌ
লালিলীলুলূলৃলেলৈলোলৌ
শাশিশীশুশূশৃশেশৈশোশৌ
ষাষিষীষুষূষৃষেষৈষোষৌ
সাসিসীসুসূসৃসেসৈসোসৌ
হাহিহীহুহূহৃহেহৈহোহৌ
য়ায়িয়ীয়ুয়ূয়ৃয়েয়ৈয়োয়ৌ
ড়াড়িড়ীড়ুড়ূড়ৃড়েড়ৈড়োড়ৌ
ঢ়াঢ়িঢ়ীঢ়ুঢ়ূঢ়ৃঢ়েঢ়ৈঢ়োঢ়ৌ
আদর্শলিপি অনুশীলন শীট

2 thoughts on “আদর্শলিপি বাংলা উচ্চারণ ও অনুশীলন শীট”

    • ধন্যবদা আপনার মূল্যবান মন্তব্যের জন্য। বিস্তারিত ওয়েবে লিখে দিচ্ছি যাতে করে ডানলোডের সাথে সাথে পড়াও যায়।

      Reply

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।