একদিন মোবাইল কিনতে বের হলাম। যেহেতু স্মার্টফোন আগে ব্যবহার করা হয় নাই তাই তাই অভিজ্ঞ কয়েকজনকে নিয়ে নিলাম। তাদের সবাই স্মার্টফোন ব্যবহার করে। তাদের আগেই জানিয়েছিলাম তাই তারা মার্কেটে গিয়ে পছন্দ করে কিনে দিবে জানালো। আমি শুধু বাজেট নিয়ে নিলাম। মার্কেটে গিয়ে কিছুটা অসহায় বোধ করলাম সবাই আমাকে বলে পছন্দ করতে। আমার তো শুধু বডি দেখার আছে। র্যাম, রোম, প্রসেসর, ক্যামেরা, টাচ্, গ্লাস, ব্যাটারী সাইজ, অডিও-ভিডিও কোয়ালিটি ইত্যাদি দেখার কথা তাদের। এতগুলো যে দেখতে হবে তা আমিও জানতাম না আর তারা এখনো জানে কি/না তাও জানি না। তো অনেক দোকান ঘুরে একটা মোবাইল দেখার মত ছিলো এবং দামও আমার বাজেটের ভিতর তাই বন্ধুদের জানালাম আমার পছন্দের কথা। রশিদ, ওরেন্টিকার্ড আর প্যাকেট নিয়ে চলে আসলাম পথে তাদের ট্রিট দিতে হল, দিলাম, তারাইতো কোয়ালিটি পছন্দ করে কিনে দিল তাদের টাকা তো দিতে পারি না তাই খাওয়ালাম।
কিছুদিন পর মোবাইলে সমস্যা দেখা দেয়া শুরু করলো যেমন টাচ্ মাঝে মাঝে কাজ করে না। ওয়ারেন্টি নিতে গেলাম তারা জানালো টাচ্ কাজ করছে একেবারে কাজ না করলে তারা ওয়ারেন্টি দিবে। বন্ধুদের জানালাম তারা বললো এই বাজেটের মোবাইলে একটু সমস্যা করবেই, একটু আস্তে আস্তে কাজ করতে হবে। আমার টাচ্ স্পিড মোবাইলের স্পিড থেকে বেশি তাই এম হয় বন্ধুরা জানালো। এভাবে চলার সাথে আমার ওয়ারেন্টি প্রিয়ড শেষ হল। এবং আস্তে আস্তে আরো কিছু সমস্যা দেখা যেমন চার্জ থাকে না, সেট অনেক স্লো, ক্যামেরা ঝাপসা হয়ে গেছে ইত্যাদি। বন্ধুদের জানালে তারা বলে নতুন সেটি কিনতে, এবং আমার পছন্দ ভুল ছিল তাই এমন হয়েছে তারা জানালো। তাই তো আমিও তো পছন্দ করেছিলাম। কিন্তু তাদের নিয়ে গেলাম কেন তা বুঝতে পারছিনা। একথা তাদের বলব কিনা তাই ভাবছি কারণ বললে তারা প্রথমেই বলবে আমার পছন্দের কথা। তাদের তাহলে কেন নিয়ে গেলাম সেটাই এখন বুঝতে পারছিনা।