CV বা BDJOBS সহ অন্যান্য চাকুরীর ওয়েব সাইটে Career Objective অপশন কি লিখবেন তা ভেবে না পেয়ে অনেকেই কোন দোকান থেকে লিখিয়ে নেন। যদিও দোকানে কোন কিছু লিখেন না তারা শুধু কপি করে পেস্ট করে দেয়। চাকুরী প্রার্থিরাও অনেকসময় কপি পেস্ট করতে পারার কারনে একই ধরনের কোন কিছু পেয়ে পেস্ট করে দেন। তাতে
তাহলে Career Objective এ কি লিখবেন?
খুব সহজ ভাবে চিন্তা করলেই Career Objective এ কি লিখবেন তা বের করা যায়। যেমন আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন তা নিয়ে গুগুল সার্চ দিন। যেমন আপনি যদি কম্পিউটার অপারেটর পদে চাকুরীর জন্য আবেদন করেন তাহলে গুগুলে সার্চ দিন “Computer operator Career Objective” সার্চ রেজাল্টে অনেক সাজেশনের যে কোন একটিতে দেখুন বিভিন্ন মানুষ কিভাবে তাদের Career Objective লিখেছে। পড়ুন বুঝুন এবং দেখুন সেখানে লেখকরা তাদের সংক্ষিপ্ত অভিজ্ঞতা এবং সংক্ষিপ্ত পড়াশুনা ও প্রশিক্ষন নিয়ে লিখেছে এবং সে যে পোস্টে কাজ করতে চায় তা লিখেছে। মোট ২/৩ লাইনের ভিতর Career Objective বা আপনি কি করতে চান তা নিজে নিজে লিখুন। অনেক সময় তো স্মার্টফোনে ব্যয় করেন কিছুটা সময় ব্যয় করে ২/৩ লাইনের Career Objective লিখতে পারবেন একটু চেষ্ট করলেই। আর কপি করলে চাকুরীর ইন্টারভিউ কল পাবেন তার আশা ছেড়ে দিন। কারন চাকুরীদাতারা আপনার চাইতে অনেক বেশি বই পড়েন, অনেক মানুষের সাথে তাদের ওঠাবসা এবং অনেক অভিজ্ঞতা তাদের। তাদের চোখে ফাকি দিয়ে ইন্টারভিউ কল পাবার আশা কিছুতেই করতে যাবে না।
DATA ENTRY BY COMPUTER
Data entry operator