খুবই সহজ এবং নির্ভেজাল! একটা কাজ এটা, পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে, এর জন্য
১. প্রথমেই BRTA অফিস থেকে খতিয়ান নাম্বার নিবেন,
২. তারা আপনার ভেরিফিকেশন কাগজে খতিয়ান নাম্বার,
৩. সীল দিবে,
ফরম পুরন করতে ৭.৫৮ মিনিটের পর থেকে দেখুন
৪. ফরমে তিনটি ছবি লাগাতে হবে,
৫. ছবি সহ সীল করে দিবে, তা নিয়ে আপনি আপনার স্থায়ী ঠিকানার এসপি অফিসে চলে যাবেন। সেখানের কর্তব্যরত পুলিশ আপনাকে বলে দিবে কিভাবে কি কাজ করতে হবে।
আপনার না বুঝলেও চলবে, কারন তারা যা বলবে সেভাবে কাজ করলে আপনি ভেরিফিকেশন করতে মাস খানেক সময় লাগবে, তাই তাকে বলুন, “শর্ট টাইমে কিভাবে করা যাবে।” (শর্ট টাইমের কথা আগেই বলবেন না)
শর্ট টাইমে যেহেতু বলে ফেলছেন তারা সরাসরি খরচ!! প্রসঙ্গে চলে আসবে। আনুমানিক হাজার দেড় দুই লাগতে পারে। হাসি মুখে দিয়ে দিন আর তারা তিন জনের নাম, পিতার নাম ও মোবাইল নাম্বার চাইবে, দিয়ে দিন, আসার সময় তার মোবাইল নাম্বার নিয়ে আসুন(সেই দিবে)।
আশা করা যায় ২ কর্মদিবসের মধ্যে আপনার কাজ হয়ে যাবে।
Police Verification for Professional Driving License পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশন
18 CommentsComments
ভাল কিনতু টাকা দিতে হবে কেনো ?
নন প্রফেশনালড্রাইভিং লাইন্সেন্স করতে কি পুলিশ ভেরিফিকেশন হয় কি?
না, নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পুলিশ ভেরিফিকেশন করতে হয় না।
আসসালামুল্লাহমুলাইকুম। যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তারা কি তাদের বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে ভেরিফিকেশন করলে হবে।
amar non professional driving licence ase, ekhon professional korte chai, ami ki korbo…?
amar non professional driving licence ase, ekhon professional korte chai, ami ki korbo…?
ভাই অপেশাদারদের জন্যকি ভেরিফিকেশন লাগবে।
না।
না
আমার একটা ডাইবিং লাইসেন্স এর বেরিফিকেশন কিভাবে করব
নিচের লিংকে দেখুন
https://www.youtube.com/watch?v=L9MG34y6UOU&list=PLDnkdIKIHQazvnQmwD1nUMOuC5btT2eWO&index=6
পুলিশ ভেরিফিকেশন এর জন্য ফরমের লিংক টা ধয়া করে দিবেন
http://bdsomadhan.com/%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae/
উপরোক্ত লিংকের পেশাদার ফরম ডাউনলোড করুন, সেটার শেষের দিকে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স ফরম।
আমি আজ টাকা দিয়ে আরছি ৮/৩/২০২১ ড্রাইবিং লাইছেন্ছর এর জন্য পুলিশ ভেরিফিকেশন আমার কাছে ৩৫০০ টাকা চাইছে তার পর আমি অনেক রিকুয়েষ্ট করে ২২০০ টাকা দিয়ে আরছি
আমার কাছ থেকে 2500 টাকা নিয়েছিল। টাকা ছাড়াও কাজ হয় তবে অনেক সময় লাগে।
পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে এক মাস হল৷ এস আই সাহেবও রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন ডিএসবি অফিসে৷ কিন্তু এখনো বি আর টি এ তে পৌঁছায় নি। কি করা যায়?
এটা হাতে হাতে করতে হয়, অর্থাৎ রিপোর্ট এসপি অফিস থেকে নিজ হাতে নিয়ে বিআরটিএতে দিলে দ্রুত হয়।
Has presumptuousness come? Then dishonor will come but wisdom is with the modest ones.