তুমি আমার এত কাছে তবুও তোমাকে মনের কথাগুলো বলতে পারছিনা। বলতে পারছিনা কি পরিমাণ অনুভব করি তোমাকে। যে বিশেষ দিনগুলো সবাই উদযাপন করে একটু আবেগ, আনন্দ আর কিছু আয়োজন নিয়ে আমি শুধু ভেবেই যাই তোমাকেও সেখানে মধ্যমনি করে রাখতে।
আমার কোন আর্থিক সমস্যা নেই, নেই কোন বাধা তবুও বলতে পারিনা কিছু করতেও পারিনা। সেদিন সবার সামনে বাজি ধরে ঠান্ডায় সাতার কেটেছিলাম; যখন সবাই আমাকে পাগল ভাবছিলো, তখন ভেবেছিলাম বলে দিবো সব কথা আর যে কাজটা ওই বিশেষ দিনে করার কথা ছিলো সেটার সাথে।
সময় চলে যাচ্ছে, মনে হচ্ছে আমিও তোমার থেকে দুরে চলে যাচ্ছি। কিন্তু এমনটা হবার কথা না, আমাদের যে সম্পর্ক তা তো কোন সময় মানে না, না এর আছে কোন মেয়াদ কখন শুরু হয়েছিলো তাও কেউ জানেনা কিছুটা জানো তাও একমাত্র তুমি।
No comments
আমার কোন আর্থিক সমস্যা নেই, নেই কোন বাধা তবুও বলতে পারিনা কিছু করতেও পারিনা। সেদিন সবার সামনে বাজি ধরে ঠান্ডায় সাতার কেটেছিলাম; যখন সবাই আমাকে পাগল ভাবছিলো, তখন ভেবেছিলাম বলে দিবো সব কথা আর যে কাজটা ওই বিশেষ দিনে করার কথা ছিলো সেটার সাথে।
সময় চলে যাচ্ছে, মনে হচ্ছে আমিও তোমার থেকে দুরে চলে যাচ্ছি। কিন্তু এমনটা হবার কথা না, আমাদের যে সম্পর্ক তা তো কোন সময় মানে না, না এর আছে কোন মেয়াদ কখন শুরু হয়েছিলো তাও কেউ জানেনা কিছুটা জানো তাও একমাত্র তুমি।