বিভাগ পরিবর্তনের আবেদন ফরমেট
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভাগ পরিবর্তন করে থাকেন। আবেদনের স্ট্যান্ডার্ড ফরমেট না জানা থাকার কারণে অনেক সময় আবেদন বাতিল হয় বা অনুমোদন হতে অনেক সময় নেয়। নিচে আবেদনের স্ট্যান্ডার্ড ফরমেট দেয়া হল। ডাউনলোড করে নিন। ইউনিকোডে লেখা আছে বিধায় অভ্র বা বিজয় ইউনিকোডে ইডিট করতে পারবেন। ফন্ট ব্যবহার করবেন “কালপুরুষ”।
আবেদন প্রসেসঃ
বি:দ্র: আবেদন হাতে লিখতে পারেন বা টাইপ করতেও পারেন আপনার ইচ্ছা, তবে যথাযথ মার্জিন রাখবেন। মার্জিন রাখার কারণ সেখানে বিভিন্ন বিভাগ তাদের কমেন্ট লিখবে।
১: আবেদন ফরমেট অনুযায়ী লেখার পর তাতে আপনার অভিবকের সম্মতি, স্বাক্ষর এবং মোবাইল নাম্বার সংগ্রহ করবেন।
২: তারপর আবেদন আপনার বিভাগ প্রধানের সুপারিস নিবেন।
৩: যে বিভাগে যাবেন সে বিভাগের সুপারিশ নিবেন।
৪: আবেদন জমা দিবেন রেজিস্ট্রার বিভাগে। রেজিস্ট্রার বিভাগ যথাযথ খবর এবং প্রসেস করে ভিসি অফিসে পাঠাবে ভিসি অফিস এপ্রুভ করলে রেজিস্ট্রার অফিস তা এডমিশন অফিসে প্রেরণ করবে। এডমিশন অফিস আপনার সাথে যোগাযোগ করে আপনার বিভাগ পরিবর্তন নিশ্চিত করবে।