আমরা নিজেদের/নিজের ভুলগুলো না দেখে অপরেরটা দেখি, নিজেদের না শুধরাতে বলে অন্যকে শুধরাতে বলি। নিজেদের কেউ ভুলগুলো নিয়ে কথা বললে তাকে আমরা তার ভুল সংশোধন করতে বলে কিন্তু নিজেরটা ঢাকাই থেকে যায়। নিজেদের ভুলগুলো সবসময় আড়াল করে রাখতে চাই, ধামা চাপা দিয়ে রাখতে চাই, কখনই শুধরাতে চাইনা কেন?
ভুল সংশোধন
2 CommentsComments
আমার লাইসেন্স ভুল আছে
আমার নাম আর বয়স ভুল